সম্পর্কে

সম্পর্কে

কীটনাশক ব্যবহারকারীদের নিরাপদ রাখাই পেস্টিসাইডওয়াজের লক্ষ্য

কীটনাশক ব্যবহারকারী এবং তাদের প্রশিক্ষক উভয় পক্ষকে সাহায্য করা আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য হল:

  • কীটনাশক ব্যবহারের বিপদাশঙ্কা এবং ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানো
  • এইসব বিপদাশঙ্কা সামলাতে এবং ঝুঁকি কম করতে কীটনাশক ব্যবহারকারীরা যা করতে পারে সেসব বোঝানো
  • সঠিক পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় তা ব্যবহারকারীদের বোঝানো
  • ব্যবহারকারীদের জন্য ব্যবহার সহজসাধ্য করার সাধনী অর্থাৎ টুল দেওয়া।

বর্তমানে আমাদের লক্ষ্য হল ন্যাপস্যাক স্প্রেয়ার ব্যবহার করে কীটনাশক স্প্রে করা। আগামী দিনে আমরা অন্যান্য প্রয়োগ পদ্ধতি এবং ফসলের উপকরণ তৈরি করব। এছাড়া আমরা অনেকগুলি ভাষায় এই সাইটের অনুবাদ করব।

সিঞ্জেন্টা যেভাবে কর্মী নিরাপত্তায় সমর্থন করে সে বিষয়ে আরো জানতে www.goodgrowthplan.com এ আমাদের 'নিরাপদ থাকতে লোকেদের সাহায্য করা'র অঙ্গীকার দেখুন।

সিঞ্জেন্টা এক অগ্রগণ্য কৃষি কোম্পানি যা উপস্থিত সাহায্য সংস্থান সদ্ব্যবহার করায় লক্ষ লক্ষ কৃষকদের সক্ষম করে তুলে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা উন্নয়নে সাহায্য করে চলেছে। বিশ্ব মানের বিজ্ঞান এবং ফসলের অভিনব সমাধানের মাধ্যমে 90 টির বেশি দেশে আমাদের 28,000 মানুষ ফসল উৎপাদনের পদ্ধতিতে বিপ্লব ঘটানোর জন্য কাজ করে চলেছে। অবক্ষয় থেকে জমি উদ্ধার করা, জৈব বিবিধতা বাড়ানো এবং গ্রাম্য সমাজগুলিকে পুনরুজ্জীবিত করে তোলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।